Latest News

Messi: মেসির গলা পেঁচিয়ে সেলফি, রেগে ক্যামেরায় ধাক্কা লিওর

দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মিশর বনাম সেনেগাল ম্যাচে মহম্মদ সালাহর সঙ্গে যা হয়েছিল তা নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব। ফিফাও খেলার মাঠে প্লেয়ারদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে ওই ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করেছে। তার মধ্যেই আরও একটি ফুটেজ (Messi) নিয়ে আলোচনা শুরু হল আন্তর্জাতিক ফুটবল মহলে।

এস্টাডিও মনুমেন্টাল বাঙ্কো পিসিনসা স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকা বিভাগে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা বনাম ইকুয়েডর। ১-১ গোলে ম্যাচটা শেষ হওয়ার পর দেখা যায় মেসি যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছেন তখন তাঁর গলা পেঁচিয়ে এক তরুণ সেলফি তুলতে এসেছেন।

ফিফা ক্রম তালিকায় পাঁচবছর পরে শীর্ষে ব্রাজিল, আজ কাতার বিশ্বকাপের ড্র

দেখা যায় মাস্ক খুলতে খুলতে মেসির দিকে এগিয়ে যাচ্ছেন সেই তরুণ। গায়ে ইকুয়েডরের হলুদ জার্সি। এমন ভাবে গলা পেঁচিয়ে ধরেন যে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি লিও। দেখা যায় ওই তরুণের সেলফি স্টিকে ধাক্কা দিচ্ছেন পিএসজি তারকা।

ইনস্টা পোস্টে ওই তরুণ লিখেছেন, মেসির মতো কিংবদন্তী প্লেয়ারকে সামনে পেয়ে আমি একটা ছবি তোলার লোভ সামলাতে পারিনি। আমি ইকুয়েডরের সমর্থক হলেও মেসিভক্ত। যদিও এই ঘটনাকে মেসি-সহ ফুটবলারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার মতো বলেই মত অনেকের।

You might also like