Latest News

গান-নাচ-আবৃত্তি নিয়ে বর্ষশেষের আনন্দে মাতলেন গৃহহীন মনোরোগীরা

দ্য ওয়াল ব্যুরো: কেউ করলেন আবৃত্তি, কেউ বা ধরলেন গান, আবার কেউ কেউ ‘ফাগুনের মোহনার তালে…’ গানে পা দোলালেন, মানসিক ভারসাম্যহীন কিছু মানুষের সঙ্গে বৃহস্পতিবারের বিকেল এভাবেই জমজমাট হয়ে রইল দক্ষিণ কলকাতার নর্দার্ন পার্ক চত্বর।

এদিনের এই বিকেলের অনুষ্ঠানে জড়ো হন ২০ জনের মত মানসিক ভারসাম্যহীন মানুষ। তাঁদের মাথায় ছাদ নেই, ঈশ্বর সংকল্প নামে এক এনজিও তাঁদের আশ্রয় দেয়। মানসিক চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা করে তারা। এদিনের অনুষ্ঠানে সংকল্প পাশে পেয়েছেন শহরের প্রবীণ কল্যাণে নিয়োজিত সংস্থা ডিগনিটি ফাউন্ডেশনকে।ঢাকুরিয়ার এই সংস্থার প্রবিনেরা বৃহস্পতিবার বিকেলটা কাটান এই মানুষগুলোর সঙ্গে। তাঁদের জীবনে এক মুঠো হাসি বয়ে নিয়ে এল আজকের বিকেল গান-নাচ-আবৃত্তি সহ বিভিন্ন রকম মনোরঞ্জনের সম্ভার ছিল।আর ছিল কিছু খেলার ব্যবস্থা, যেমন মিউজিক্যাল চেয়ারের মত খেলায় উৎসাহের সঙ্গে যোগ দিতে দেখা গেল আশ্রয়হীন মানুষগুলোকে। অনুষ্ঠান শেষে ছিল খাবারের আয়োজন, যা স্বভাবতই খুশির আবহাওয়া নিয়ে এসেছে। বর্ষশেষে তাঁদের আনন্দে গা ভাসাতে পেরে খুশি ডিগনিটি ফাউন্ডেশনের সদস্যরা।খোলা আকাশে মুক্তির স্বাদ নিয়ে শীতের আমেজে গা এলিয়েছিলেন নানা বয়সের মানুষ। তাঁদের দেখে উৎসাহীরাও যোগ দেন এই ক্ষুদ্র আয়োজনে। এই জনা কুড়ি মানুষের আনন্দ দেখে বলাই যায় বছর শেষে তাঁদের কাছে যেন সান্তা নেমে এসেছিল। বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন তাঁরা।

You might also like