Latest News

তাপ দিতেই ভ্যানিশ পেনের কালি! মেদিনীপুরের প্রতারণা চক্র দেখে পুলিশও তাজ্জব

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সামান্য তাপ দিলেই ভ্যানিশ হয়ে যাচ্ছে পেনের কালির ছাপ! অভিনব সেই পেনে ভর করেই গজিয়ে উঠেছে প্রতারণা চক্র। মেদিনীপুরের (Medinipur) মারিশদা থানা এলাকায় ইতিমধ্যেই এই প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এক সংস্থার হয়ে সে কাজ করে। লোন দেওয়ার নাম করে লোকজনের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা নাকি তুলে নিয়েছে সে। মেদিনীপুরের এক ব্যবসায়ীর অভিযোগের পরেই এই চক্রের হদিশ পেয়েছে পুলিশ।

আরও পড়ুন: ‘তাপসী বিচার পায়নি, হাঁসখালির মেয়েটিও পাবে না’, সিবিআই তদন্তে হতাশ সিঙ্গুরে ধর্ষিতার বাবা মনোরঞ্জন

মারিশদা (Medinipur) থানার পুলিশ জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ী গোপাল চন্দ্র দাসের কাছে কয়েকদিন আগে একটি বহুজাতিক ফাইন্যান্স সংস্থা থেকে ফোন এসেছিল। সেই সংস্থার এজেন্ট তাঁকে মোটা অঙ্কের লোন পাইয়ে দেওয়ার কথা বলে। তার জন্য ওই ব্যবসায়ীকে ব্যাঙ্ক ডিটেলস সহ জরুরি নথিপত্র জমা করতে বলা হয়। সেই নথিগুলি নেওয়ার জন্য সংস্থার লোক পাঠানো হবে বলেও জানায় সেই এজেন্ট।

এই ঘটনার কয়েকদিন পরেই গোপালবাবুর কাছে এক যুবক ওই সংস্থার কর্মী পরিচয়ে যায়। ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ সমস্ত তথ্যের ফোটোকপি ওই যুবকের হাতে তুলে দেন গোপালবাবু। এর পরেই মাত্র দেড়শ টাকার একটি চেক চায় ওই যুবক। তাতে সই করার জন্য এগিয়ে দেয় নিজের পেন। গোপালবাবু বিষয়টি যাচাই করার জন্য সংস্থার কলকাতার দফতরে ফোন করেন। সেখান থেকে তাঁকে জানানো হয়, তিনি যে এলাকায় থাকেন তা ওই সংস্থার আওতায় পড়ে না। এর পরেই তিনি পুলিশে খবর দেন।

পরে পুলিশ গিয়ে গোপালবাবুর কাছে আসা ওই যুবককে আটক করে নিয়ে যায় থানায়। আটক যুবককে জেরা করতে, উঠে আসে চাঞ্চল্য করল তথ্য। যা শুনে তাজ্জব বনে যায় মরিশদা থানার পুলিশ আধিকারিকরাও। ওই যুবক জেরায় জানিয়েছে, কোম্পানি থেকে তাকে একটি পেন দেওয়া হয়েছে। কোম্পানি নির্দেশ রয়েছে, যে গ্রাহকের চেক লেখার সময় ওই পেনই যেন ব্যবহার করা হয়। এর পরেই পুলিশ ওই প্রতারক চক্রের পর্দা ফাঁস করে। তদন্তকারীরা দেখেন যে, ওই পেন দিয়ে লেখা একটি বাতিল চেকের গায়ে তাপ দিলেই ভ্যানিশ হয়ে যাচ্ছে কালির ছাপ।

পুলিশ সূত্রের খবর, এমনভাবেই ওই পেন ব্যবহার করে ইতিমধ্যে একাধিক মানুষের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে ওই যুবক। তবে ওই যুবক একা নয়, এই ঘটনার সঙ্গে একটি বড়সড় চক্র জড়িয়ে রয়েছে। মেদিনীপুর ছাড়াও একাধিক জেলাতে এই চক্র ফাঁদ পেতেছে বলেই পুলিশের অনুমান।

You might also like