
ছেলেরা শাড়ি পরে নাচেন, মেয়েরা ধরে দেন কুঁচি, ২০০ বছরের রীতি এই শহরের
এদিন মেডিক্যাল কলেজ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোশিয়েশনের তরফে বিবৃতি দিয়ে আরজিকরের বিক্ষোভের প্রতি সংহতি জানানো হয়েছে। বলা হয়েছে, আরজিকরের পরিস্থিতি নিয়ে মেডিকেল কলেজ যথেষ্ট উদ্বিগ্ন। গণতান্ত্রিক দাবিতেই সরব হয়েছেন সেখানকার পড়ুয়ারা। তাঁদের বিরুদ্ধে ‘ছাত্রস্বার্থবিরোধী’ অধ্যক্ষের সিদ্ধান্তগুলিকে ধিক্কারও জানিয়েছেন মেডিকেল কলেজের রেসিডেন্ট ডাক্তাররা।
In support of MBBS Students & Interns of #RGKarMC, West Bengal who are protesting for their basic #DemocraticRights & against #Hooliganism in Campus, #FORDA requests Hon’ble @MamataOfficial to address their demands urgently @wbdhfw @MoHFW_INDIA @mckrda @Wbdf_official @ANI @ndtv pic.twitter.com/xAQFvy5kc4
— FORDA INDIA (@FordaIndia) October 16, 2021
শুধু মেডিকেল কলেজই নয়, আরজিকরের পাশে দাঁড়িয়েছে ভারতের ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনও। টুইট করে তারা জানিয়েছে, পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের এমবিবিএস পড়ুয়া এবং ইন্টার্ন ডাক্তারদের সমর্থনে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছে। পড়ুয়ারা সেখানে সাধারণ গণতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রী তাঁদের দাবি মেটাতে হস্তক্ষেপ করুন, এটা আমাদের অনুরোধ।
আরজিকরের ছাত্র আন্দোলন চলছে দীর্ঘদিন ধরেই। তাঁদের অভিযোগ শাসকদলের মদতপুষ্ট অধ্যক্ষ তাঁর ক্ষমতাবলে গণতান্ত্রিক পদ্ধতি স্তব্ধ করে রেখেছেন। স্বচ্ছ হাউসস্টাফশিপ কাউন্সেলিং, স্বচ্ছ হোস্টেল কাউন্সেলিং, স্বচ্ছ পদ্ধতিতে স্টুডেন্টস কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন তাঁরা। এইসমস্ত দাবিতে ইন্টার্নরা শুরু করেছেন কর্মবিরতি। ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার অভিযোগও উঠেছে। এই সমস্ত অভিযোগেই অধ্যক্ষের পদত্যাগ চেয়েছেন হবু ডাক্তাররা। সব মিলিয়ে আরজিকরের পরিস্থিতি দিন দিন উত্তেজনা ছড়াচ্ছে।