
তাঁর কথায়, ইউপিএ কিংবা এনডিএ, উভয়েই চাষিদের বিরোধী। ইউপিএ সরকার তেলের দামের ওপর থেকে সরকারের নিয়ন্ত্রণ তুলে নিয়েছিল। এনডিএ সরকারও সেই পলিসিতে চলছে।
গত সোমবার কংগ্রেসের ডাকা ভারত বন্ধে অংশ নেয়নি মায়াবতীর দল বিএসপি। কংগ্রেসের এক নেতা নাম গোপন রাখার শর্তে বলেন, মায়াবতীর মন্তব্যে জনসাধারণের মধ্যে ভুল বার্তা যাবে। আমাদের দলের কর্মীরা মায়াবতীর ওই মন্তব্যে মোটেই খুশি হয়নি। তিনি কী করতে চান, তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।
কংগ্রেসের অপর এক নেতা বলে, আমাদের সঙ্গে দর কষাকষির জন্যই মায়াবতী ওই মন্তব্য করেছেন। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে তিনি আমাদের থেকে আরও কয়েকটি বেশি আসন চান।