
দ্য ওয়াল ব্যুরো: অঙ্ক নিয়ে পড়ুয়াদের মধ্যে কম বেশি ভীতি কাজ করে। কেউ কেউ ভাবে, কোনওরকমে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ফেলতে পারলেই আর করতে হবে না এই বিষয়টি। কেউ বা আবার বছর শেষের পরীক্ষায় টেনেটুনে পাশ করে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব যেন কেমন গুলিয়ে যায়। অঙ্কের প্রতি এই ভয় কাটাতেই অনুষ্ঠিত হল রাজ্য স্তরের গণিত মেলা (Mathematics fair)।
এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তার তালিকায় ছিল নদিয়ার (Nadia) চাকদহের একটি প্রতিষ্ঠান ও কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটি। শনিবার এই গণিত মেলার আয়োজন হয়। এই মেলায় অংশ নিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের ৫০০ জন ছাত্রছাত্রী।
রুপো জিতলেন বিন্দ্যারানি দেবী! ভারোত্তোলনে পরপর পদক জয় ভারতের
গণিতের প্রতি ভয় কাটাতেই এই মেলার আয়োজন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকারা এই মেলায় আসেন। উপস্থিত ছিলেন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তপন কুমার বিশ্বাস।
এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল অঙ্ক বিষয়ক মডেল, পোস্টার এবং কুইজ প্রতিযোগিতা। এছাড়াও ছিল খাতায় কলমে অঙ্কের প্রতি ভয় কাটানোর ব্যবস্থা।