
দ্য ওয়াল ব্যুরো: দিদির বাড়ি বেড়াতে গিয়েছিলেন যুবক। কিন্তু সেখানেই কাল হল। পুকুরের জলে ডুবে প্রাণ হারালেন মামা আর শিশু ভাগ্নে দুজনেই।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মানিকগঞ্জ মুহুরিপাড়ায়। স্থানীয় সুত্রে জানা গেছে, বছর চব্বিশের মনীন্দ্র রায় হলদিবাড়ির বাসিন্দা ছিলেন, শনিবার মুহুরিপাড়ায় তাঁর দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। তারপর সেখানেই বিপত্তি।
শনিবার সকালে মনীন্দ্র তাঁর বছর সাতেকের ভাগ্নে কমলেশকে নিয়ে বাড়ির বাইরে যান। দীর্ঘক্ষণ পরেও বাড়িতে না ফেরায় চিন্তিত হন বাড়ির লোক। তারপর এলাকাবাসীদের সঙ্গে নিয়ে তাঁদের খুঁজতে বের হন।
তখনই এলাকার একটি পুকুর থেকে মামা ভাগ্নের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, শৌচকর্ম করতে গিয়েই পুকুরে পড়ে যান তাঁরা। তারপর সাঁতার না জানায় হয়তো ডুবে যান।
তবে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানান, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরই মামা ভাগ্নের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।