Latest News

মণিপুরের সেনাচৌকিতে ভয়াবহ ভূমিধস! নিহত অন্তত ৬, খোঁজ মিলছে না ৫৩ জনের

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে (Manipur) ভয়াবহ ভূমিধস। বিপর্যস্ত সেনাচৌকি। এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খোঁজ মিলছে না ৫৩ জনের।

বৃহস্পতিবার মণিপুরের নোনি জেলায় টুপুল স্টেশনের কাছে ধস (Landslide) নামে। সেখানে ভারতীয় সেনার ক্যাম্প ছিল। ইন্ডিয়ান আর্মির ১০৭ টেরিটোরিয়াল আর্মি ছিল সেখানে। ভূমিধসে সেনাচৌকি ছারখার হয়ে গেছে।

আহত অবস্থায় ওই এলাকা থেকে এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা গেছে বলে খবর। উদ্ধার হয়েছে ৬টি মৃতদেহ। এখনও ৫৩ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। নোনি আর্মি মেডিক্যাল ইউনিটে আহতদের চিকিৎসা চলছে।

মণিপুরের স্থানীয় প্রশাসনের তরফে সতর্ক থাকতে বলা হয়েছে এলাকাবাসীকে। নদীর খুব কাছে যাতে কেউ না যান সেই নির্দেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উত্তর পশ্চিম ভারতে প্রবল বন্যা হচ্ছে। গোটা অসম জলের তলায়। প্রবল বৃষ্টিতে ফুঁসছে ব্রহ্মপুত্র নদ। মণিপুরেও বৃষ্টিতে বিরাম নেই। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। সেই থেকেই ধস নেমেছে। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। উদ্ধারকার্য চলছে জোরকদমে।

You might also like