
দ্য ওয়াল ব্যুরো: তপসিয়ার জুতোর কারখানায় বিধ্বংসী আগুন (Massive fire)। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ আচমকাই ওই কারখানায় আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়াতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে একের পর এক দমকলের ইঞ্জিন। ঘণ্টা তিন পেরিয়ে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, বলে দমকল সূত্রে খবর।
এদিন বিকেলবেলা তপসিয়া এলাকার একটি জুতোর কারখানায় আগুন দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। জানা গেছে, দমকলের সাতটি ইঞ্জিন এসেছে ঘটনাস্থলে। প্রথমে বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করা হয়। আগুনের তীব্রতা কিছুটা কমলে দমকলকর্মীরা একে একে ভেতরে ঢোকেন।
দমকল সূত্রে খবর, জুতোর কারখানার দোতলায় এখনও আগুন জ্বলছে। দমকলকর্মীরা ভিতরে ঢুকে সেই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। আরও খবর, যখন আগুন লাগে তখন ভেতরে তিনজন আটকে ছিলেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী তিনজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, যে জুতোর কারখানায় আগুন লেগেছে সেটি একটি বহুতলের দোতলায়। দ্রুত আগুন ছড়াতে থাকে। প্রথমেই বহুতলের অন্যান্য বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। গোটা ঘটনার তদারকি করছেন তিনি।
নাবালকের সঙ্গে প্রেম, যৌনতায় মত্ত বিবাহিত মহিলা! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার