Latest News

হাওড়ার কারখানায় বড় আগুন, শ্রমিকদের বার করা হচ্ছে দ্রুত! লড়ছে দমকলের তিনটি ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে বিধ্বংসী আগুন হাওড়ায়! (Howrah) জানা গেছে, চামরাইলের একটি মোমের কারখানায় আগুন লাগে।কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এরপর কারখানার সামনে রাস্তার ধারে কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় সে সময় কাজ করছিলেন শ্রমিকরা। তাঁদের দ্রুত বের করা আনা হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন (Massive Fire) নেভাচ্ছে।

Image - হাওড়ার কারখানায় বড় আগুন, শ্রমিকদের বার করা হচ্ছে দ্রুত! লড়ছে দমকলের তিনটি ইঞ্জিন

১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এই কারখানাটি। সকালের শিফ্টে শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল ন’টা নাগাদ আগুন লাগে। মোমের মতো দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। আশেপাশে রয়েছে বেশ কয়েকটি অস্থায়ী দোকান। সেই দোকানগুলিও পুড়ে যায়।

কারখানার পাশেই রয়েছে একটি ইলেকট্রিক পাওয়ার হাউস। সেখানে আগুন ছড়াবার সম্ভাবনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সরস্বতী পুজোর বিসর্জনে গুলি চলল, পাটনায় মৃত্যু তরুণের

You might also like