
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার ডোমজুড়ের থার্মোকল কারখানায় অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সর্বস্ব। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, ডোমজুড়ের রাজাপুর এলাকায় একটি থার্মোকল কারখানাতে শনিবার হঠাৎই আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আরও বেশ কিছু ইঞ্জিনের প্রয়োজন হবে বলে মনে করছেন কর্মীরা।
সূত্রের খবর ওই কারখানার ভিতরে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত করা ছিল। সেই কারণেই আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আগুন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে এর পিছনে থাকতে পারে অন্তর্দ্বন্দ্বও। ঘটনার তদন্ত করা হবে। হতাহত না হলেও থার্মকল কারখানার এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এলাকা যথেষ্ট ঘনবসতিপূর্ণ। তাই আতঙ্ক ছড়িয়েছে চারপাশে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল।