Latest News

ভূমিকম্পে মাটি ফেটে চৌচির, দু’টুকরো হয়েছে রানওয়ে, তুরস্কের বিমানবন্দরে ভয়াবহ দৃশ্য

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টার তিনবার কম্পন। ভূমিকম্পে ধ্বংসের মুখে তুরস্ক, সিরিয়া (Earthquake In Turkey)। দুই দেশই ধীরে ধীরে মৃত্য়ুপুরীতে পরিণত হচ্ছে। কম্পন থামার নাম নেই। আরও বড় বিপদের আশঙ্কাও করছেন ভূবিজ্ঞানীরা। দুই দেশেই প্রায় ছ’হাজারের বেশি বাড়ি, বহুতল ভেঙে পড়েছে, মাটি ফেটে চৌচির হয়ে গেছে। তুরস্কের বিমানবন্দরের ছবি আরও ভয়ানক। সেখানে রানওয়ে ভেঙে দু’টকরো হয়ে গেছে। বিমান ওঠানামা পুরোপুরি নিষিদ্ধ করতে হয়েছে সরকারকে।

তুরস্কের হাতায়ে প্রদেশের বিমানবন্দরের এমন ছবি সামনে এসেছে। রানওয়ে মাঝখান থেকে চিরে দু’টকরো হয়ে গেছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ বলছে, সে দেশে কমপক্ষে ৬০০০টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও দু’দেশের প্রশাসনের আশঙ্কা। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ ওই দুই দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কম্পন যে একেবারেই থেমে গেছে তা নয়, আরও বড় বিপদের আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Major earthquake strikes Turkey, Syria; scores dead, many trapped | Reuters

সদ্যোজাতের দেহ আঁকড়ে বুকফাটা কান্না বাবার, মৃত্যুপুরী তুরস্কে শুধুই হাহাকার

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃত্যু চার হাজার ছাড়িয়ে গেছে। সরকারি পরিসংখ্যান মাফিক মঙ্গলবার সকাল অবধি মৃতের সংখ্যা ৪৩০০। জখম ১৫ হাজারের বেশি। এর মধ্যে তুরস্কে প্রায় ২৯২১ জনের মৃত্যু হয়েছে, সিরিয়ায় অন্তত ১৪৫১। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে (Earthquake in Turkey and Syria)। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

You might also like