
জানা গেছে, ভরসন্ধ্যায় ব্যস্ত এলাকায় আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। আপাতত ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দমকল বিভাগের ৯টি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোরালো বিস্ফোরণে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির জানলার কাজ ভেঙে যায়। প্লাজার দোকানগুলি তো ক্ষতিগ্রস্ত হয়েছেই। প্লাজার একটি ফ্লোর ধসে গিয়েছে বিস্ফোরণের জেরে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের উপর পলেস্তারা খসে পড়ায় বিস্ফোরণ ঘটে। আগুন লেগে ছড়িয়ে পড়ে চারপাশে।