
দ্য ওয়াল ব্যুরো: সংস্কারের কাজ চলাকালীন বিপদ এড়াতে বিক্রেতাদের সরে যেতে বলা হয়েছে। পার্ক সার্কাস বাজার (KMC) স্থানান্তরিত করা হবে পার্ক সার্কাস ময়দানে। কলকাতা পুরসভা সূত্রে খবর, বাজারটি ভেঙে নতুনভাবে তৈরি করা হবে। যাতে সময় লাগবে প্রায় আড়াই বছর।
কলকাতার একাধিক মেলা হয় পার্কসার্কাস ময়দানে। সেখানেই অস্থায়ী কাঠামো তৈরি করে বাজার বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা (KMC)। পার্ক সার্কাস বাজারের ব্যবসায়ী সমিতির এক সদস্য জানিয়েছেন,স্থানান্তরিত হওয়ার জন্য পুরসভা তাঁদের ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দেবে বলেও জানিয়েছে।
সম্প্রতি বাজারের বি ব্লকের ১৩ নম্বর দোকানের কাছে ওপর থেকে কংক্রিটের একটি খণ্ড খসে পড়ে ৫৬ বছর বয়সি এক দোকানি আহত হন। দো–তলার কার্নিশের একটি অংশ পড়েছিল ওই দোকানির মাথায়। বাজারে এসে আহত হন কড়েয়ার বাসিন্দা মহম্মদ বিলালও।
পুরসভা জানিয়েছে, তিনতলা মার্কেটটিতে প্রায় সাড়ে ৪০০ ব্যবসায়ী রয়েছেন। ব্যবসায়ীরা বুধবার পুরসভার (KMC) বাজার বিভাগের সঙ্গে কথা বলেছেন। সেখানেই ব্যবসায়ীদের বাজার স্থানান্তর করার প্রস্তাব দেওয়া হয়। ব্যবসায়ীরা প্রস্তবে মৌখিকভাবে সায় দিয়েছেন। এবার তাঁরা লিখিত সম্মতি দিলেই কাজ শুরু হবে। আধুনিক বাজারের মতো পানীয় জল, শৌচাগার–সহ একাধিক সুবিধে থাকবে নতুন বাজারে।
অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটেও ইডি-র হানা! ভাঙা হচ্ছে তালা