Latest News

Maria Sharapova: অন্তঃসত্ত্বা শারাপোভা কি পারবেন সেরেনার মতো সাহসী হতে? তাকিয়ে টেনিস বিশ্ব

দ্য ওয়াল ব্যুরো: তিনি যতটা টেনিস কোর্টে দাপুটে, ঠিক ততটাই ক্যামেরার সামনে সাবলীল। অস্ট্রেলিয়া ওপেন (Tennis) খেলতে গিয়ে সমুদ্র তীরে পাথরের উপর বসা তাঁর বিকিনি ফটোশ্যুট চমকে দিয়েছিল টেনিস দুনিয়াকে। তারপর সময় এগিয়েছে আর দুনিয়া জেনেছে মারিয়া শারাপোভা (Maria Sharapova) নামক রুশ তরুণী ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ডে যতটা ক্ষিপ্র, ঠিক ততটাই মডেলিংয়েও।

Maria Sharapova

সেই মাশা গতকাল তাঁর ৩৫ তম জন্মদিনে ঘোষণা করেছেন, বার্থ ডে কেক দুজনে খাওয়ার তৃপ্তিই আলাদা। মারিয়ার মা হতে চলার খবরের পরই কৌতূহল তৈরি হয়েছে, বেবি বাম্পের (Baby Bump) ফটোশ্যুটে তিনি কি সেরেনা উইলিয়ামসের মতো সাহসী হবেন।

Maria Sharapova

কয়েক বছর আগের কথা। বেবি বাম্পের একাধিক ফটোতে ঝড় তুলেছিলেন সেরেনা। অনেকেই যখন ব্যাপারটাকে বাড়াবাড়ি বলছিলেন তখন সেরেনা আরও একটা ফটোশ্যুটে তার জবাব দিয়েছিলেন। সে ছবি ছিল সমালোচকদের স্ট্রেট সেটে গেম দেওয়ার মতো।

Maria Sharapova

‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনের কভার ফটোতে ছিল ন্যুড সেরেনার ছবি। সেই ফটোশ্যুটের পর সেরেনা বলেছিলেন, ‘নিজের ভিতর যৌথ প্রাণের স্পন্দনের উদযাপন।’

serena
serena

অনেকের মতে, সেরেনার ক্ষেত্রে ওই ছবি আলোচনায় এসেছিল অন্য কারণে। তাঁদের মতে, সেরেনা বর্ণবিদ্বেষের বেড়াজাল ভাঙার সাহস দেখাতে পেরেছিলেন। ‘ভ্যানিটি ফেয়ার’ও ছক ভাঙা ছবি ছেপেছিল।

serena

এখন কৌতূহল শারাপোভা কী করবেন? পারবেন কি মাশা!

You might also like