
দ্য ওয়াল ব্যুরো: পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী মরিয়া শারাপোভা (Maria Sharapova) তাঁর ৩৫ তম জন্মদিনে সুখবর শুনিয়েছেন। নিজের মা হওয়ার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই প্রাক্তন টেনিস (Tennis) তারকা। ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের (Alexander Gilkes) সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানিয়ে এর আগে একবার চমক দিয়েছিলেন মাশা। এবার তাঁদেরই প্রথম সন্তান পৃথিবীতে আসতে চলেছে।

কে এই আলেকজান্ডার গিলকেস?
আলেকজান্ডার গিলকেস ব্রিটেনের একজন আর্ট ডিলার। ৪২ বছরের আলেকজান্ডার ২০১৮ সাল থেকেই শারাপোভার সঙ্গে সঙ্গে ছিলেন। কখনও খেলার মাঠে আবার কখনও কোর্টের বাইরে মাশা আর গিলকেসকে দেখা গেছে একসঙ্গে।
২০২০-র ডিসেম্বরে শারাপোভাকে ৩ কোটির একটি হীরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গিলকেস। সেই থেকে পথ চলা শুরু হয় দুজনের। আর দেড় বছরের মাথায় তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।

মারিয়া শারাপোভা তাঁর দীর্ঘ ক্রীড়া জীবনে যেমন সম্মান কুড়িয়েছেন তেমনই জিতেছেন বহু মানুষের মন। কিন্তু ভক্তদের মধ্যে এখনও কৌতূহল আছে প্রাক্তন এই টেনিস তারকার জীবন যাপন নিয়ে।

মাশার সম্পত্তি কত? (Maria Sharapova)
৩৫ বছর বয়সী এই টেনিস তারকার সম্পত্তির খতিয়ান দেখলে চোখ কপালে উঠতে পারে। মোট ২ হাজার ১০০ কোটি টাকার সম্পত্তির মালকিন শারাপোভা।
কেমন গাড়িতে চড়েন শারাপোভা? (Maria Sharapova)
নীল-ধূসর রঙের একটি পোর্শে পানামেরা রয়েছে শারাপোভার। শোরুমে গাড়িটি দেখেই তাঁর পছন্দ হয়ে গিয়েছিল। এর আগে তাঁর সংগ্রহে ছিল সাদা রঙের পোর্শে মাকান। এছাড়াও রেঞ্জ রোভারের একটি অসাধারণ গাড়ি আছে রাশিয়ান এই টেনিস সুন্দরীর।

কোথায় থাকেন শারাপোভা? (Maria Sharapova)
দুটি বিলাসবহুল বাড়ির মালকিন তিনি। আমেরিকাতেই তাঁর এই দুটি বাড়ি রয়েছে। মন্থন বিচের ধারে ৩২ কোটি টাকার একটি বাড়ি ছাড়া ফ্লোরিডাতেও একটি বাড়ি আছে তাঁর। সেই বাড়ির দাম ১০ কোটি টাকা।

অন্তঃসত্ত্বা শারাপোভা কি পারবেন সেরেনার মতো সাহসী হতে? তাকিয়ে টেনিস বিশ্ব