
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বাগদান (Engagement) পর্বও সারা হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও বিয়ে ভেঙে দিয়েছিলেন (Breaking off) পাত্রীপক্ষ। সেই রাগে পাত্রীর বাবার (father) নাক (Nose) কেটে নিল (Chop Off) পাত্রের এক আত্মীয় (Relative)!
ভয়াবহ ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বার্মার জেলার ঝাপলি গ্রামে। আহত ব্যক্তির নাম কমল সিং ভাটি। জানা গেছে, তিনি মেয়ের বিয়ে ঠিক করেছিলেন সম্প্রতি। পাত্রের পরিবারেরই অন্য এক যুবকের সঙ্গে আগে বিয়ে হয়েছিল তাঁর ভাইঝির। সেই কারণেই একই পরিবারে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন তিনি। সব হিসেবে মতোই এগোচ্ছিল। এমনকি, বাগদানও হয়ে গিয়েছিল পাত্র-পাত্রীর। এই সময় হঠাতই খুন হন তাঁর ভাইঝি। সেই ঘটনায় আঙুল ওঠে শ্বশুরবাড়ির লোকের দিকেই। এরপরেই মেয়ের বিয়ে ভেঙে দেন তিনি।
এরপরেই পাত্রের পরিবারের ১০ জন সদস্য লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয়। বেধড়ক মারধর করার পর তারা কমলবাবুর নাক কেটে ফেলে। তাঁকে জেলারই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে সিও থানায়। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে।
মুম্বইয়ের উঠতি মডেলকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শেয়ার মার্কেট দালাল জিগ্নেশ মেহেতা