
বইয়ের নাম ‘কাশ্মীর, গ্লিম্পসেস অফ হিস্ট্রি, দি স্টোরি অব স্ট্রাগল ‘। শনিবার ই-মেলে মনমোহন ও চিদম্বরম দুজনেই জানিয়েছিলেন, তাঁরা ওই অনুষ্ঠানে যাবেন। কিন্তু ওইদিনই সোজ মন্তব্য করেন, পাকিস্তানের প্রাক্তন শাসক জেনারেল পারভেজ মোশারফের সঙ্গে একটি বিষয়ে আমি একমত। কাশ্মীরিরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায় না। তারা চায় স্বাধীনতা। তার পরেই ওই বই প্রকাশের অনুষ্ঠানে মনমোহন ও চিদম্বরমের যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। চিদম্বরম সোজকে ফোন করে জানতে চেয়েছিলেন, আপনি ওই ধরনের মন্তব্য করতে গেলেন কেন? সোজ তখন বলেন, আমি বইতেও সেকথাই লিখেছি।
কংগ্রেস নেতৃত্বের আশংকা, এই বই প্রকাশের অনুষ্ঠানে মনমোহন বা চিদম্বরম গেলে ফায়দা তুলতে চেষ্টা করবে বিজেপি। সুতরাং সোজের অনুষ্ঠানে মনমোহনরা যে যাচ্ছেন না তা একপ্রকার নিশ্চিত।