
দ্য ওয়াল ব্যুরো : আগামী রবিবার ভোটগ্রহণ (Election) হবে পাঞ্জাবে (Punjab)। তার আগে বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর (Manmohan Singh) ভিডিও বার্তা প্রকাশ করল কংগ্রেস। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন মনমোহন। তাঁর অভিযোগ, কোনও সমস্যায় পড়লেই মোদী প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ওপরে দোষ চাপান। ৮৯ বছর বয়সী মনমোহন বলেন, কংগ্রেস কখনও রাজনৈতিক লাভের জন্য দেশকে বিভক্ত করেনি। কখনও সত্য গোপন করেনি।
মনমোহন সিং-এর কথায়, “এখন মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সমস্যা বড় আকার ধারণ করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আছে সাড়ে সাত বছর ধরে। নিজেদের ভুল শুধরে নেওয়ার বদলে তারা এখনও নেহরুকে দোষ দিয়ে চলেছে।” পরে তিনি বলেন, “আমি মনে করি, প্রধানমন্ত্রী পদের বিশেষ গুরুত্ব আছে।”
এরপরে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “নিজেদের দোষত্রুটি ছোট করে দেখানোর জন্য আপনারা ইতিহাসের দোহাই দিতে পারেন না। আমি ১০ বছর প্রধানমন্ত্রী ছিলাম। আমি যে কাজ করেছিলাম, তার মধ্যে দিয়েই দেশবাসী আমার ধ্যানধারণার কথা জানতে পারত। আমি কখনও বিশ্বের সামনে দেশের সম্মান নষ্ট করিনি।”
শেষে মনমোহন বলেছেন, “আমার বিরুদ্ধে নানা অপবাদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমি দুর্বল, চুপচাপ এবং দুর্নীতিগ্রস্ত। কিন্তু এখন বিজেপি ও তার বি এবং সি টিমের প্রকৃত চেহারা দেশের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে।”