Latest News

মানিক ছিটকে পড়লেন পুলিশের গাড়িতেই, আঘাত মুখে-পাঁজরে, ব্রেক কষতেই বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কশাল আদালত থেকে জেলে ফেরার পথে শরীরে আঘাত পেলেন তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর মুখে ও পাঁজরে আঘাত লেগেছে বলে খবর। জানা গিয়েছে, পুলিশের যে গাড়িতে মানিক ফিরছিলেন সেটি আচমকা ব্রেক কষায় এই বিপত্তি ঘটে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মানিকের আঘাত গুরুতর নয়। তবে আচমকা এইরকম ঘটায় তৃণমূল বিধায়ক সামলাতে পারেননি। একজন হাইপ্রোফাইল বন্দিকে নিয়ে পুলিশের গাড়িই বা কীভাবে যাচ্ছিল তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

এদিন কোর্ট থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মানিক। বেশ জোর গলায় তিনি দাবি করেন তাঁর লন্ডনে কোনও বাড়ি নেই। এমনকি দু’টো পাসপোর্টও নেই। প্রসঙ্গত, জেলে যাওয়ার পর এই প্রথম মানিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন। তারপর মানিককে তুলে নিয়ে পুলিশের গাড়ি রওনা দেয় জেলের উদ্দেশে। তখনই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

You might also like