Latest News

কিশোরী মেয়ের দেহ কাঁধে নিয়ে খালি পায়ে ৩৫ কিলোমিটার হাঁটলেন বাবা, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের দেহ খাটিয়ায় চাপিয়ে ৩৫ কিলোমিটার হাঁটতে হল বাবাকে। সাত ঘণ্টা ধরে হেঁটে মৃত মেয়েকে ময়নাতদন্ত করাতে নিয়ে গেলেন তিনি। মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলার এই ঘটনার ভিডিও সামনে আসতেই শিউরে উঠেছেন সকলে।

আজ, রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ভিডিওটি। দেখা যায়, কয়েক জন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে, ১৬ বছরের এক কিশোরীর দেহ কম্বলে মুড়ে একটি খাটিয়ায় তুলছেন বাবা। তার পরে সেই খাটিয়া কাঁধে নিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছেন গ্রামের পথ দিয়ে।

জানা গেছে, মে মাসের ৫ তারিখে আত্মহত্যা করে ১৬ বছরের মেয়েটি। গ্রামের বাড়িতে পুলিশ এসে তদন্ত করে, তার পরে জানায় মেয়ের দেহ নিয়ে হাসপাতালে যেতে হবে ময়নাতদন্তের জন্য।

হাসপাতাল বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে। অভাবের সংসারে গাড়ি ভাড়া করার পয়সা নেই। পুলিশকে সে কথা জানালেও কোনও ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। শেষমেশ নিজেই খাটিয়া করে নিজের মেয়ের দেহ বয়ে সারা দিন ধরে হেঁটে হাসপাতালে পৌঁছন ধীরপতি সিং গন্দ নামের ওই ব্যক্তি।

Madhya Pradesh में एक आदमी बेटी की लाश को लेकर 35 किलोमीटर चला


ধীরপতি বলেন, “সকাল ৯টা থেকে হাঁটছি, মেয়ের দেহ কাঁধে নিয়ে, বিকেল ৪টেয় হাসপাতালে পৌঁছলাম। আর পারছি না। কেউ কিছু করতে পারল না…।” তাঁর অভিযোগ, তিনি পুলিশকে অনেকবার অনুরোধ করেছিলেন একটি গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু কেউ তা করে দেয়নি।

সিংগ্রাউলি পুলিশের এক কর্তা অরুণ সিং জানান, তাঁদের বাজেট নেই কোনও মৃতের দেহ পরিবারের কাছ থেকে হাসপাতালে পাঠানোর জন্য। ময়নাতদন্তের জন্য গাড়ি দিয়ে পারেন না তাঁরা। দেহ হাসপাতালে নিয়ে যাওয়া পরিবারেরই কর্তব্য।

You might also like