Latest News

গানের গুঁতো! নাবালিকাকে দেখলেই গুনগুন করতেন মাঝবয়সি যুবক, যৌন হেনস্থার দায়ে গেলেন জেলে

দ্য ওয়াল ব্যুরো: মেয়েটিকে (minor girl) রাস্তায় দেখতে পেলেই গান ধরতেন, ‘চেহেরা তেরা নুরানি হ্যায়’। একদিন না, দিনের পর দিন, বছরের পর বছর এভাবেই চলছিল টোন কাটা, অশ্লীল ইঙ্গিত দেওয়া। অভিযোগ দায়ের করার দীর্ঘদিন পর অবশেষে ৪৩ বছর বয়সি সেই ব্যক্তিকে (Man) তিন বছরের জন্য জেলে (jail) পাঠাল আদালত।

এই ঘটনা আজকের নয়। সেই ২০১৬-১৭ সাল থেকে চলে আসছে এমন জ্বালাতন। বাধ্য হয়ে ২০১৭-তে একদিন মায়ের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে সেই নাবালিকা। অভিযোগ, সেদিন থানায় যাওয়ার সময় ওই ব্যক্তি মেয়েটিকে ধরে চড়ও মারে। বর্তমানে মেয়েটির বয়স ১৬ বছর। ছয় বছর আগে তার বয়স আরও কম ছিল। ফলত ওই ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ।

স্পেশ্যাল পকসো আদালতের বিচারপতি প্রিয়া বাঁকর বলেন, “ওই ব্যক্তি নাবালিকার প্রতিবেশী। সে জানে যে একটা বাচ্চা মেয়েকে এভাবে বিরক্ত করা কিংবা যৌন ইঙ্গিত দেওয়া কতটা ক্ষতিকর। দুজনের বয়সের পার্থক্যও তার জানা। একজন পরিণত বয়স্ক হয়ে এবং পরিবার থাকা সত্ত্বেও সে এমন জঘন্য আচরণ করেছে। এরপরই ওই ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ডের সাজা শোনায় আদালত।

পোষা কুকুর নিয়ে রাস্তায় কেন! বাবা-ছেলের গায়ে অ্যাসিড ছুড়ল প্রতিবেশীরা

You might also like