Latest News

পাত্রী চাই, আমি পণ দেব! ভরা বাজারে পোস্টার হাতে বিয়ের জন্য মেয়ে খুঁজছেন যুবক, পেলেন কি?

দ্য ওয়াল ব্যুরো: শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করার পরেই শুরু হয় সংসার পাতার পরিকল্পনা। চারহাত এক হবে, শুরু হবে যৌথ যাপন। কিন্তু তার জন্য তো পাত্র-পাত্রী লাগবে সবার আগে। অনেকেই অবশ্য এই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, নিজেরাই পাত্র-পাত্রী পছন্দ করে কাজ এগিয়ে রাখেন। তবে এখনও একটা বিপুল সংখ্যক মানুষের বিয়ে হয় পারিবারিক দেখাশোনার মাধ্যমে। সেক্ষেত্রে ঘটক কিংবা চেনা পরিচিত লোকের মাধ্যমে, কিংবা আরও নানা উপায়ে সম্বন্ধ খোঁজা চলতে থাকে, যা বেশ সময়সাপেক্ষ এবং জটিল ব্যাপার। তবে সম্প্রতি এক যুবক বেশি জটিলতায় না গিয়ে নিজেই নিজের জন্য পাত্রী খুঁজতে বেরিয়ে পড়েছেন (Man Looks For Bride)। ভরা বাজারে পাত্রী চাই বিজ্ঞাপন দেওয়া পোস্টার (Matrimonial Poster) হাতে তাঁর ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, ওই যুবকের বাড়ি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া এলাকায়। ভিড়ে ঠাসা বাজার এলাকায় দুহাত উঁচু করে তাতে বিয়ের বিজ্ঞাপন দেওয়া পোস্টার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাঁকে। সেই পোস্টারে কোনও ভনিতা নেই, সরাসরি কেমন পাত্রী চাই সে কথা জানিয়েছেন তিনি। পোস্টারে লেখা রয়েছে, বিয়ের জন্য সরকারি চাকুরিরতা মেয়ে খুঁজছেন তিনি। পণ তো নেবেনই না, উল্টে তিনিই বরপণ দিতে রাজি আছেন বলে জানিয়েছেন ওই যুবক।

পোস্টার হাতে ওই যুবকের দাঁড়িয়ে থাকার ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেছেন সুশান্ত পিটার নামে এক নেটিজেন। বলা বাহুল্য, বিয়ের এমন অভিনব বিজ্ঞাপনের ভিডিও মুহূর্তের ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে, নীল শার্ট এবং জিন্স পরে দাঁড়িয়ে থাকা ওই যুবককে রাস্তা দিয়ে যাওয়া প্রত্যেকেই তাকিয়ে দেখছেন।

যুবকের নাম জানা যায়নি। তিনি সত্যিই বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, নাকি পুরো ব্যাপারটাই আসলে মজার ছলে করা, তাও জানা যায়নি। সত্যিটা যা-ই হয়ে থাকুক না কেন, ভিডিও দেখে হেসে কুটোপাটি। দারুণ মজার সব মন্তব্যে ভরে উঠেছে ভিডিওর কমেন্ট সেকশন।

একজন লিখেছেন, ‘শুধু পণ দিলে হবে না। আপনাকে ম্যাডামের জন্য রোজ টিফিন বানাতে হবে।’

অন্য একজন লিখেছেন, ‘আমি ওর সঙ্গে সহমত পোষণ করছি।’

বেণী হোক বা হার-দুল, পা থেকে মাথা শুধুই চকলেট! কনের আজব সাজের ভিডিও ভাইরাল

You might also like