
দ্য ওয়াল ব্যুরো: একেই বলে কর্মফল। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে বন্ধুকে খুন করেছিল যুবক (Man Kills Friend)। ঠিক করেছিল, পাহাড় থেকে খাদে ফেলে দেবে সেই মৃতদেহ। কিন্তু তা করতে গিয়ে পা হড়কে নিজেই খাদে পড়ে গেল খুনি!
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আম্বোলি ঘাট (Amboli Ghat) এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ভাউসো মানে সাতারা জেলার করদ এলাকার বাসিন্দা। খুন হওয়া যুবকের নাম সুশান্ত খিল্লারে। সেও একই এলাকার বাসিন্দা। ভাউসো, সুশান্ত এবং আরও তুষার পাওয়ার নামে আরও এক যুবক পরস্পরের বন্ধু ছিল। রবিবার তিনজনের মধ্যে টাকা পয়সা নিয়ে অশান্তি হয়। এরপরেই রাগের মাথায় সুশান্তকে খুন করে ভাউসো।
খুন তো হল, এবার মৃতদেহ লুকোবে কোথায়? ভেবেচিন্তে ঠিক করা হয়, আম্বোলি ঘাট এলাকায় পাহাড় থেকে খাদে ফেলে দেওয়া হবে দেহটি। সেই কাজে তাকে সাহায্য করতে তুষারকে ডেকে পাঠায় ভাউসো। দেহ লোপাট করার কাজে হাত লাগাতে ৪০০ কিলোমিটার গাড়ি চালিয়ে আম্বোলি ঘাটে পৌঁছে যায় তুষার। দুজনে মিলে সুশান্তের মৃতদেহ খাদে ফেলার সময় হঠাৎ করেই পা হড়কে যায় ভাউসোর। মৃতদেহ সমেত সেও পড়ে যায় গভীর খাদে।
চোখের সামনে এমন ঘটনা দেখে ঘাবড়ে যায় তুষার। কোনও মতে গাড়ি চালিয়ে কাছাকাছি একটি মন্দিরে আসে সে। সেখান থেকেই বাড়িতে ফোন করে সমস্ত অপরাধ কবুল করে তুষার।
অন্যদিকে খাদে পড়েই মৃত্যু হয় ভাউসোর। দুই বন্ধুর দেহ কয়েক হাত দূরেই পড়ে ছিল। তার মধ্যে একটি দেহ চোখে পড়ে স্থানীয় একজনের। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন তিনি। পুলিস এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কালো জাদু শিখতে নিজের ‘গুরু’কে খুন করে রক্ত খেল যুবক! তারপর…