
টাকা কেটে নেওয়া নিয়ে নীতিনের সঙ্গে ঝগড়া হয় দুই ভাইয়ের। নীতিনের পরিবারের দাবি, দুই ভাই তাদের মারুতি সুইফট ডিজায়ার গাড়ি দিয়ে তাঁকে চাপা দেয়। পুলিশ জানিয়েছে, দুই ভাই দু’-তিনবার নীতিনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
নয়ডা পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার বিশাল পাণ্ডে বলেন, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার পুলিশ খবর পায়, নকুল পুশতা রোডে গাড়ি চালিয়ে যাচ্ছেন। দ্রুত পুলিশকর্মীরা সেখানে গিয়ে তাঁকে গ্রেফতার করেন। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।