Latest News

রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করায় যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ৪

দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছরের এক যুবককে হত্যার (Man Killed) অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করা (Urinating) থেকে শুরু হয় অশান্তি। দিল্লির (Delhi) খোলা রাস্তায় কুপিয়ে খুন করা হয় ওই যুবককে।

জানা যায়, হোটেল ম্যানেজমেন্টের ছাত্র মায়াঙ্ক রাস্তায় দাঁড়িয়ে দেওয়ালের গায়ে প্রস্রাব করছিলেন। তখন তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। তিনি তাতে আপত্তি জানান। সেখান থেকেই শুরু হয় বচসা।

পাশেই ছিলেন ওই মহিলার ছেলে মণীশ। অশান্তি শুরু হতেই মনীশ তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে মায়াঙ্ক ও তাঁর বন্ধু বিকাশকে তাড়া করেন। জানা যায়, অশান্তি চলাকালীন মণীশকে চড় মারেন মায়াঙ্ক।

দিল্লির মালভিয়া নগরের ডিডিএ মার্কেটে মায়াঙ্ককে রাস্তায় ফেলে কোপাতে থাকে মনীশ ও তাঁর বন্ধুরা। রাস্তা ভর্তি লোকের সামনেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই ঘটনার ফুটেজ সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যায়।   

পুলিশ জানিয়েছে, হাসপাতালে নিয়ে গেলে মায়াঙ্কের মৃত্যু হয়। অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

পাঞ্জাবে চালু হল ‘ওয়ান এমএলএ-ওয়ান পেনশন’

You might also like