
সোপিয়ানে জঙ্গিদের ডেরায় হামলা চালাচ্ছে সেনাবাহিনী, নিকেশ দুই সন্ত্রাসবাদী
জানা গেছে, রথতলার রয়্যাল প্লাজা নামের এক আবাসনে অফিসের মধ্যে ঝুলে থাকতে দেখা যায় ওই যুবকের দেহ। মৃতের নাম বিনু সাউ (২৪)। তিনি ওই অফিসেরই কর্মচারী। মঙ্গলবার সন্ধ্যা হওয়ার পরেও তিনি বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন চিন্তায় পড়েন। অবশেষে তাঁকে খুঁজতে অফিসেই হাজির হন তাঁরা। এসে দেখেন, ঝুলন্ত অবস্থায় রয়েছে বিনু সাউয়ের মৃতদেহ।
কীভাবে এই মৃত্যু হল, নিছক আত্মহত্যা না এটি খুনের ঘটনা, তা নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ। বেলঘড়িয়া থানার পুলিশ এর তদন্ত শুরু করেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।