Latest News

সরস্বতী পুজোর বিসর্জনে গুলি চলল, পাটনায় মৃত্যু তরুণের

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর বিসর্জনের শোভযাত্রা যাচ্ছিল। বাজছিল ডিজে বক্স। নাচছিল একদল ছাত্র। কিন্তু তারমধ্যেই হঠাৎ ঠাই ঠাই গুলির (Firing) আওয়াজ। আর সেই গুলি লেগেই মৃত্যু হল এক তরুণের। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বিহারের পাটনায়।

কে গুলি চালাল? কেনই বা গুলি চালাল?

জানা গিয়েছে, একটি ছাত্র হোস্টেলে পুজো হওয়া প্রতিমার বিসর্জন হচ্ছিল। গঙ্গার পথে সেই শোভাযাত্রায় বাড়তি উদ্দীপনা তৈরি করতে এক ছাত্র একটি বন্দুক জোগাড় করেছিল। তা থেকেই গুলি চালাতে শুরু করে সে। জানা গিয়েছে মৃতের নাম ধীরাজ। ২৩ বছর বয়সি ধীরাজ জাহানাবাদের ছেলে। পড়াশোনার জন্য তিনি পাটনায় থাকতেন।

গুলি চালানো ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, পাটনার একটি থানার কাছেই শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। ওই ছাত্র কোথা থেকে বন্দুক পেল তা খতিয়ে দেখছে পুলিশ।

You might also like