
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের গেটে দাঁড়ানো এক যুবকের মৃত্যু হল পড়ে গিয়ে (Accident)। চেন টেনে ট্রেন দাঁড় করালেন সহযাত্রীরা, কিন্তু বাঁচানো যায়নি যুবককে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে রানিগঞ্জ (Raniganj) স্টেশন সংলগ্ন ইস্ট কেবিনে। মৃতের নাম শেখ রাহুল, বয়স ২২। মালদহ জেলার ইংরেজবাজার থানার মিল্কি বাজার এলাকার বাসিন্দা তিনি। ডাউন মেন লাইনে ঢুকছিল মালদহ টাউন এক্সপ্রেস ট্রেন (Train)। সেখানেই দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। চলন্ত ট্রেন থেকে হঠাৎই পড়ে যান তিনি।
জানা গেছে এদিন সকাল ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। যুবককে পড়ে যেতে দেখেন এক মহিলা। তিনিই সকলকে বিষয়টি জানালে চেন টেনে ট্রেন দাঁড় করানো হয়। খবর পেয়ে ছুটে যায় রেলপুলিশ এবং আরপিএফ। তারাই উদ্ধার করে যুবকের দেহ। দেহটি পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
জানা গেছে, মালদহ থেকে কাজের জন্য রাজস্থানে গিয়েছিলেন শেখ রাহুল। সেখানেই একটি বেসরকারি কারখানায় কাজ করতেন তিনি। সম্প্রতি ছুটিতে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিল আরও ৮ জন। পথেই ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল তাঁর।
আরও পড়ুন: একরাতে পরপর ৭টি বাড়ি গুঁড়িয়ে দিল দুই হাতি! এখনও আতঙ্কে ডুয়ার্সের গ্রাম