Latest News

পরকীয়ায় ঘর ছেড়েছে বৌ, অবসাদে গলায় দড়ি দিলেন স্বামী! গঙ্গাসাগরে হইচই

দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বহির্ভূত সম্পর্কে (extramarital affair) জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। স্বামীর সংসার ফেলে চলেও গিয়েছিলেন অনেক আগেই। তাঁর জেরে মানসিক অবসাদ গ্রাস করছিল যুবককে। তাতেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন।

ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর (Gangasagar) গ্রাম এলাকায়। মৃতের নাম অমিত মণ্ডল। সূত্রের খবর, গত দু’বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাঁর স্ত্রী বছর দুয়েক আগেই ঘর ছেড়েছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে সংসার ফেলে চলে গেছেন তিনি। আর তাঁর পর থেকেই মনমরা হয়ে থাকতেন অমিত।

রবিবার রাতে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন তিনি। বাড়ির লোক অনেক ডাকাডাকি করেছেন, তবু দরজা খোলেননি। এরপরই দরজা ভাঙা হয়। বাড়ির লোক দেখেন ঘরের ভিতর গলায় ফাঁস দিয়ে ঝুলছেন অমিত।

সঙ্গে সঙ্গে সাগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

আরও পড়ুন: হোস্টেলের ‘পচা’ খাবার খেয়ে অসুস্থ ১৯ ছাত্রী, তুমুল অশান্তি মহম্মদবাজারে

You might also like