
দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকা চিকেন পকোড়া খাননি, অভিমানে আত্মহত্যা করলেন যুবক! বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন বছর ২৫-এর শ্রীনিবাস রাও এবং ঝাঁসি। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুড়িবড়ার ধনিয়ালেপ্টা এলাকার এই ঘটনায় তাজ্জব সকলেই।
স্থানীয় সূত্রে পুলিশ জেনেছে, শ্রীনিবাস রাও ওরফে শ্রীনু সোমবার ঝাঁসির সাথে দেখা করে চিকেন পকোড়া খেতে বলেন। তিনি নিজেই কিনে এনেছিলেন সেগুলো। ঝাঁসি তা খেতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে ঝগড়াও হয়। শ্রীনু বাড়ি ফিরে যান। মৎস্য দফতরের ড্রাইভারের কাজ করতেন শ্রীনু। তাঁর এবং ঝাঁসির বাড়িও কাছাকাছিই ছিল।
মঙ্গলবার ঝাঁসি তাঁর মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পরেই শোনেন শ্রীনু নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছেন। পুরো ঘটনায় শ্রীনুর বাড়ির কেউ কোনও অভিযোগ পুলিশের কাছে জানাননি। তবে স্থানীয় পুলিশ ঘটনার সুয়োমোটো তদন্ত শুরু করেছে।