Latest News

বাঁদরের থেকে চটি কাড়তে ট্রেনের ছাদে উঠল যুবক, তারপর…

দ্য ওয়াল ব্যুরো: বাঁদরের (monkey) বাঁদরামির চোটে এবার প্রাণ খোয়ালেন এক ব্যক্তি (man)। যদিও বোকামি ছিল যুবকেরই। তবুও বাঁদরের অত্যাচার থেকে একজনকে বাঁচাতে গিয়ে যেভাবে মৃত্যু হল, তা মর্মান্তিক। ঘটনাটি ঘটেছে আগ্রার কাছে কাসগঞ্জ রেলওয়ে স্টেশনে।

জানা গেছে, এক মহিলার পায়ের চটি (slipper) নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল একটি বাঁদর। অনেকক্ষণ ধরে ওই মহিলা চটিটা ফেরত পাওয়ার চেষ্টা করলেও কিছুতেই সফল হচ্ছিলেন না। এই অবস্থা দেখে এগিয়ে আসেন স্টেশনেরই হকার বছর ছাব্বিশের এক যুবক।

তিনি বাঁদরটির থেকে চটিটা নেওয়ার চেষ্টা করতে করতে ট্রেনের উপরে উঠে পড়েন। এরপরেই ঘটে বিপত্তি। হাই টেনশন তারে হাত লাগতেই মুহূর্তের মধ্যে বিস্ফোরণ হয় ওঁর শরীরে। আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় ট্রেনের ছাদেই লুটিয়ে পড়েন যুবক।

ঘটনার পরেই ছুটে আসেন স্টেশনে কর্তব্যরত আরপিএফ কর্মীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেহ নামিয়ে আনা হয়। এই ঘটনায় আরপিএফের দিকেই গাফিলতির অভিযোগ তুলেছেন অনেকে। তাঁদের বক্তব্য, ওই যুবক তো বোকামি করেছেই। কিন্তু সেইসময় কাছেপিঠে একজন আরপিএফ কর্মীকেও দেখা যায়নি, যারা ওঁকে বাধা দিতে পারত।

ক্লাস এইটের ছাত্রীকে প্রেম নিবেদন মাস্টারের! লিখলেন, ‘চিঠি পড়ে ছিঁড়ে ফেলো’

You might also like