
দ্য ওয়াল ব্যুরো: হিন্দু (Hindu) দেবদেবীর ছবি সম্বলিত কাগজে মুড়ে চিকেন (Chicken) বিক্রি করছিলেন এক ব্যক্তি, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) সামভাল জেলায়। ধৃতের নাম তালিব হুসেন। তাঁর একটি মাংসের দোকান রয়েছে। কয়েকজন অভিযোগ করেন, তালিব মুরগির মাংস বিক্রি করছেন এমন একটি কাগজে মুড়ে যাতে হিন্দু দেবদেবীর ছবি রয়েছে।
অভিযোগ পেয়ে তালিবের দোকানে হানা দেয় পুলিশ। অভিযোগ, সেখানে পুলিশকে আক্রমণ করেন ওই ব্যক্তি। ছুরি হাতে পুলিশের দিকে তেড়ে গিয়েছিলেন তিনি। এরপরই ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তালিবকে গ্রেফতার করা হয়েছে। এফআইআরে তেমনই উল্লেখ করা হয়েছে। তদন্ত চলছে।
আরও পড়ুন: খড়দহে বাইক পাচার চক্রের পাণ্ডা সহ গ্রেফতার ২, আন্তঃরাজ্য পাচারকারীদের নাগাল পেল পুলিশ