
সোমবার গোয়ায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, “আমরা সবাই ভারতমাতার সন্তান। কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে। কিন্তু তাতে কোনও ফারাক নেই।” এরসঙ্গেই মমতা এদিন গোয়ার সামনে বারবার করে বাংলা মডেলকে তুলে ধরতে চাইলেন।
কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের কথা উল্লেখ করে মমতা বলেন, “বেটি বাঁচাও প্রকল্পে কাজের চেয়ে বিজ্ঞাপনে খরচ বেশি। বিজ্ঞাপনেই যদি সব খরচ করে তাহলে কাজ করবে কী। আর বাংলায় দেখুন। আমাদের সরকার ৪৫ শতাংশ বেকারি কমিয়েছে। কন্যাশ্রী চলছে, স্বাস্থ্যসাথী চলছে। রেশন পৌঁছে যাচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে। যদি করার ইচ্ছে থাকে, তাহলে সব করা যায়।”
তবে দিদির মুখে ভারতমাতা শব্দ শুনে পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, গোয়ার মতো রাজ্যে এই শব্দ উচ্চারণ করার মধ্যে কৌশল রয়েছে। কেউ কেউ বলছেন, এও এক ধরনের নরম হিন্দুত্বের রাজনীতি।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা দু’জনেই তাঁদের বক্তৃতায় স্পষ্ট করে দেন, বিরোধী ভোট ভাঙতে তৃণমূল গোয়ায় পা রাখেনি। বিজেপির বিরুদ্ধে অন্যদলগুলো যখন জমি ছেড়ে দিচ্ছে সেই পরিস্থিতিতে তৃণমূল সেই কাজ করতে চাইছে। মমতার কথায়, “সবাই আমাদের সঙ্গে আসতে পারেন। কিন্তু আধা বোঝাপড়া করে চললে হবে না।” অভিষেক বলেন, “এখানে তৃণমূলের সঙ্গে কংগ্রেস, আম আদমি পার্টি বা অন্য আঞ্চলিক দলের লড়াইয়ের ব্যাপার নেই। এই লড়াই বিজেপি বনা জিওএ (গোয়া)-এর লড়াই।”