
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে ২৮-২৯ মার্চ সারা দেশজুড়ে ধর্মঘটের (Bharat Bandh) ডাক দেওয়া হয়েছে। মূলত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধেই এই ধর্মঘট। এ রাজ্যে জনজীবনে ধর্মঘটের বড় কোনও প্রভাব না পড়লেও, বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, হাঙ্গামা, ভাঙচুর হয়েছে। তা নিয়ে পাহাড় থেকে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভার ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, পাহাড় থেকে ফোন করলেন ববি হাকিমকে
এদিন মুখ্যমন্ত্রী বলেন, যারা ধর্মঘট করছে, গাড়ি, বাস ভাঙচুর করছছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। সরকারি সম্পত্তি নষ্ট করছে যারা ক্ষতিপূরণ তাদেরকেই দিতে হবে।
সরকারি ক্ষেত্রে যাতে বনধের প্রভাব না পড়ে সে কারণে অন্য বারের মতো এবারও সার্কুলার জারি করেছিল নবান্ন। যা নিয়ে বাম ও কংগ্রেসের ট্রেড ইউনিয়নের বক্তব্য ছিল, “নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ডাকা ধর্মঘটে দিদির এত তৎপরতা কেন?”
এমনিতে সরকারে আসার পর থেকেই বনধের সংস্কৃতির বিরুদ্ধে সরব মমতা। গত ১১ বছরে যত ধর্মঘট হয়েছে সবেতেই কড়া অবস্থান নিয়েছিল রাজ্য সরকার। এবারও তার অন্যথা হল না।