Latest News

ন্যাশনাল স্কুল গেমসে দুর্দান্ত ফল বাংলার, বিজয়ীদের শুভেচ্ছা জানালেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: ৬ জুন থেকে মধ্যপ্রদেশে শুরু হয়েছে ন্যাশনাল স্কুল গেমস। একাধিক রাজ্য থেকে ছাত্রছাত্রী নাম দিয়েছে এই প্রতিযোগিতায়। সেই তালিকায় রয়েছে এই রাজ্যের বহু প্রতিযোগী। প্রতিটি রাজ্য থেকে নির্দিষ্ট খেলায় রাজ্যস্তরে পৌঁছানো প্রতিযোগীরাই অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে ন্যাশনাল স্কুল গেমসে।

এখনও পর্যন্ত ৩ দিন কেটেছে এই প্রতিযোগিতার। আগামী ১৩ জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এর মধ্যেই একাধিক খেলায় বাংলার প্রতিযোগীরা নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে। অ্যাথলেটিকস, সাঁতার, যোগা এবং জিমন্যাস্টিকসে বাংলার প্রতিযোগীরা ৮টি সোনা, ৬টি রূপো এবং ৬টি ব্রোঞ্জ পদক জয় করেছে।

এই মুহূর্তে অ্যাথলেটিকসে অংশগ্রহণকারী রাজ্যগুলির মধ্যে বাংলার স্থান রয়েছে সবার প্রথমে। এই সাফল্যের খবর শনিবার অর্থাৎ ৯ জুন টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতিযোগীদের এই সাফল্যে উচ্ছ্বাস ধরা পড়েছে তাঁর টুইটে। সফল প্রতিযোগীদের অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছরই ন্যাশনাল স্কুল গেমসে অংশগ্রহণ করে বাংলা। চলতি বছরে ভোপালের পাশাপাশি দিল্লিতেও হতে চলেছে ন্যাশনাল গেমসের একাধিক খেলার ইভেন্ট। আশা করা যাচ্ছে বাকি ইভেন্টগুলি থেকেও একাধিক পদক আসতে চলেছে বাংলার ঝুলিতে।

ইস্টবেঙ্গলে মন্দার, মোহনবাগানে কামিন্স সই করলেন রেকর্ড অর্থে

You might also like