Latest News

Mamata Banerjee: কাজে এত দেরি কেন, মমতার ধমক মলয়কে

রফিকুল জামাদার

বৃহস্পতিবার সন্ধেবেলা নেতাজি ইনডোর স্টেডিয়ামে টেলি সম্মান প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারুইপুরের টংতলায় গড়ে ওঠা টেলি অ্যাকাডেমির ভার্চুয়াল উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। তারপর সংক্ষিপ্ত বক্তৃতায় নেতাজি ইনডোরে দাঁড়িয়ে মমতা বলেছিলেন, আরও একটা ইনডোর অডিটোরিয়াম হচ্ছে। তার নাম ধনধান্য। মুখ্যমন্ত্রী এও জানিয়েছিলেন, এক মাসের মধ্যেই রেডি হয়ে যাবে। কিন্তু তারপর সেই কাজের অগ্রগতির খোঁজ নিতে গিয়ে দেখা গেল, যে গতিতে কাজ হওয়ার কথা ছিল তা হয়নি। সূত্রের খবর, এ নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল পূর্তমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak)। পূর্ত দফতরই এই অডিটোরিয়াম নির্মাণের দায়িত্বে।

সূত্রের খবর, কাজ এগনো না নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রিপোর্ট চেয়েছেন পূর্ত দফতরের থেকে। আগামী সোমবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই ধনধান্য অডিটোরিয়াম এলাকা পরিদর্শন করেছেন পূর্ত দফতরের আধিকারিকরা।

সূত্রের খবর, শুক্রবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে মমতা বলেন, ধনধান্য অডিটোরিয়ামের কাজ কেনও এগোচ্ছে না? কী করছে পূর্ত দফতর? এভাবে চলতে পারে না। কাজ কোনও ভাবে ফেলে রেখে দেরি করা যাবে না, আগেও বলেছি আবারও বলছি। আর কতবার বলব!

উল্লেখ্য, ২০১৭ সালে এই ধনধান্য স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেন মুখ্যমন্ত্রী। সেইমতো আলিপুরে জায়গা চিহ্নিত করে তৎকালীন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস কাজ শুরু করেছিলেন। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই স্টেডিয়াম হবে ২৪০০ আসন বিশিষ্ট। কিন্তু বছর দুয়েকের মধ্যে পূর্ত দফতর পরিকল্পনা বদল করে। ঠিক হয় ২৪০০-র বদলে ২৯০০ আসন নিয়ে তৈরি হবে ওই অডিটোরিয়াম। ফলে তার জন্য প্রথমে যে নকশা করা হয়েছিল তার কিছুটা পরিবর্তন করতে হয়। এরপর কোভিডের কারণে বিলম্ব হয়। পরবর্তী সময় ২০২১ সালের নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তৃতীয় সরকারে পূর্তমন্ত্রী করেন মলয় ঘটককে।

প্রসঙ্গত, এই অডিটোরিয়াম মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব পছন্দের। জানা গিয়েছে যে নকশা করা হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। আগের দিন সেই শঙ্খ মডেলের কথা নেতাজি ইনডোরেও বলেছিলেন মুখ্যমন্ত্রী। এখন দেখার মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে কতটা যুদ্ধকালীন তৎপরতায় এগোয় ধনধান্যে অডিটোরিয়ামের কাজ।

শোচনীয় অবস্থা কংগ্রেসের, দায় নিয়ে ইস্তফা দিতে পারেন সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা

You might also like