Latest News

Mamata Banerjee: সিঙ্গুর আন্দোলনের সঙ্গে সন্তোষীমায়ের যোগ, জানালেন মমতা, কাল যাচ্ছেন পুজো দিতে  

দ্য ওয়াল ব্যুরো: তাঁর সঙ্গে সিঙ্গুরের (Singur) সম্পর্ক সবার জানা। কিন্তু সিঙ্গুরের জমি আন্দোলনের সঙ্গে সন্তোষীমায়ের কী যোগ রয়েছে তা বৃহস্পতিবার খোলসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন ভবানীপুর কাঁসারিপাড়ায় শীতলাপুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। শুক্রবার তাঁর সিঙ্গুরে যাওয়ার কথা। সেখানে বাজেমেলিয়া হাসপাতালের পাশে একটি সন্তোষীমায়ের মন্দিরে পুজোও দেবেন মুখ্যমন্ত্রী। সেইপ্রসঙ্গেই এদিন মমতা বলেন, “কিছু কিছু কথা পার্সোনাল। হয়তো বলা উচিত নয়। কিন্তু কেউ না কেউ তো জানে। একদিন প্রকাশ হবে।”

ভরা স্টেশনে প্রচার করতে আসবেন সিনেমার হিরো-হিরোইনরা! সবুজ সঙ্কেত দিল কলকাতা মেট্রো

এরপরেই মমতা বলেন, “সিঙ্গুরে কৃষকদের জমি ফেরতের আন্দোলনের সময়ে আমি দীর্ঘ ২৬ দিন অনশন করেছিলাম। শুরুর দিন আমি সন্তষী মায়ের ব্রত করেছিলাম। আর মনে মনে বলেছিলাম, মা, যদি কৃষকদের জয় হয় আমি তোমার একটা ছোট্ট মন্দির গড়ে দেব।”

বেশ কিছুদিন হল সিঙ্গুরে বাজেমেলিয়া হাসপাতালের পাশে ওই সন্তোষীমায়ের মন্দিরটি হয়েছে। কাল সেখানে যাবেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, “কাল আমি সন্তোষীমায়ের মুখটা দেখতে যাব।”

তাঁর আন্দোলনের সামনে শেষপর্যন্ত পিছু হঠতে হয়েছিল টাটাদের। সিঙ্গুর থেকে গুজরাতের সানন্দে নিয়ে যেতে হয়েছিল টাটা কারখানাকে। পরবর্তীতে সুপ্রিম কোর্টও রায় দিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য সরকার যে ভাবে কৃষকদের থেকে জমি অধিগ্রহণ করেছিল তা অবৈধ ছিল। পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাঁদের জমিও ফিরিয়ে দিয়েছে।  

তবে আন্দোলনের আগে সন্তোষী মায়ের ব্রত করা, মন্দির গড়ে দেওয়ার মানত—এর আগে কখনও প্রকাশ্যে বলেননি মুখ্যমন্ত্রী।

তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, তিন সব ধর্মকে সমান চখে দেখেন। তাঁর কথায়, “আমি রোজাও ভাঙাতে যাই আবার গুরুদ্বারে হালুয়া চেয়েও খাই।”

You might also like