
দ্য ওয়াল ব্যুরো: ৭৫ তম স্বাধীনতা দিবসের (Independence Day) প্রাক্কালে দেশের রাজনৈতিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, ভারতে রাজনৈতিক স্বাধীনতা নেই। বিরোধীদের মুখ বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে ভয় দেখিয়ে।
সম্প্রতি রাজ্যের একাধিক মামলায় ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। আবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সবমিলিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাত পোহালেই স্বাধীনতা দিবস। ৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপন চলছে দেশজুড়ে। তার ঠিক আগের দিন বেহালা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, বই লিখে, সেই বই বিক্রির টাকা দিয়ে তিনি নিজের খরচ চালান। তাঁর এক-একটি বইয়ের রয়্যালটি ১০ টাকা। এমন ১২০টি বই বেরিয়েছে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা ইনকাম ট্যাক্স এবং ৩ লক্ষ টাকা টিডিএস হিসেবে দিতে হয়েছে।
তিনি বলেন, ২০২৮ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হার সুনিশ্চিত, সেই কারণেই তারা বাংলাকে দুর্বল করে দিতে চাইছে। শুধু বাংলা নয়, অন্যান্য রাজ্যের সরকারও বিজেপি ভাঙতে চাইছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, মহারাষ্ট্রের সরকার ইতিমধ্যে ওরা ভেঙে দিয়েছে। এভাবে বিজেপি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই গুঁড়িয়ে দিতে চাইছে।
আরও পড়ুন: ভয় দেখাতে ডেকেছে: আট অফিসারকে দিল্লি তলব নিয়ে বললেন মমতা