Latest News

বিক্ষোভ বলবেন না, মানুষ দুঃখের কথা বলছেন: মমতা

দ্য ওয়াল ব্যুরো: ‘দিদির দূত’ কর্মসূচি (Didir Doot) ঘিরে বাংলায় যা চলছে তাকে কার্যত সাদরে গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে নেতাজি জয়ন্তীর (Netaji Birth Anniversary) অনুষ্ঠান থেকে দিদি স্পষ্ট করেই বললেন, ‘এটাকে বিক্ষোভ বলবেন না!’

রাস্তা, পানীয় জল, নিকাশি, আবাস যোজনা, আলো—একাধিক ইস্যুতে ‘দিদির দূত’ গ্রামে গেলেই ধেয়ে আসছেন মানুষ। জানাচ্ছেন তাঁদের না পাওয়ার কথা। যেখানে হয়তো শাসক নেতাদের দাপটে সাধারণ মানুষ মুখ ফুটে কিছু বলতে পারতেন না, সেখানেও ভয় ভেঙে এগিয়ে আসছেন মানুষ। কোথাও চড়া সুরে, কোথাও আবার আস্তে আস্তে তাঁদের সমস্যার কথা বলছেন।

মমতা এদিন বলেন, ‘সবাই আমায় ভালবাসবেন, আমার কোনও সমালোচক বন্ধু থাকবেন না, এমনটা মনে করার কারণ নেই। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মানুষ তাঁর দুঃখের কথা বলবেন না, এমন মানুষ আমি নই।’ এখানেই থামেননি তৃনমূলনেত্রী। তাঁর কথায়, ‘এটা আমরাও জানতে পারছি। মানুষ তাঁর কথা উগরে দিচ্ছেন। এটাকে বিক্ষোভ বলবেন না।’

দ্য ওয়ালে একাধিক প্রতিবেদনে ‘দিদির দূত’ কর্মসূচির নেপথ্যে তৃণমূলের রাজনীতিটা কী তা নিয়ে এই উদ্দেশের কথাই লেখা হয়েছে। এদিন দেখা গেল প্রকাশ্যে মমতাই মানলেন, এ আসলে মানুষের ক্ষোভ হালকা করে দেওয়ার কর্মসূচি। আসলে এক কর্মসূচি দিয়ে একাধিক উদ্দেশ্য সফল করার কৌশল।

দিদির কথাতেই স্পষ্ট, সমালোচনা থাকবে। সেইসঙ্গে মানুষের দুঃখের কথা যদি তিনি নিজে মুখে বলতে পারেন তার চেয়ে ভাল কিছু আর হয় না। মানুষ বলছে বলেই সরকার তথা পার্টির গোচরে আসছে, কোথায় কী হয়নি, কী করতে হবে। সেইসঙ্গে দলকেও হয়তো এদিন মমতা আরও একবার বার্তা দিলেন, মানুষের দুঃখের কথা তাঁরা বলবেন। সহমর্মিতা নিয়েই সেই কথা দূতদের শুনতে হবে। রেগে গেলে চলবে না। তাহলে আসল উদ্দেশ্যটাই মাঠে মারা যাবে।

“সবাই যে আমাকে ভালবাসবেন একথা মনে করার কোনও কারণ নেই। আমার কোনও সমালোচক বন্ধু থাকবে না, এটা মনে করার কোনও কারণ নেই। মানুষ একটা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তার দুঃখের দুটো কথা বলবে না, আমি এরকম মানুষ নই। আমি চাই মানুষ বলুক। সেটাকে বিক্ষোভ বলবেন না। এটা মানুষের গ্রিভান্সেস। মানুষ উপড়ে দিল। অর্থাৎ অনেক কিছু তো হয়। হয়ত আমাদের নলেজে এল না। সেই নলেজে আনবার জন্য় যদি এইটুকু মানুষ বলবার জায়গা না পায় তাহলে কী হবে?”

‘রেপিস্টের’ মুক্তির ফাইলে সই করি না, আমি খুব জেদি: মমতা

You might also like