
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি-তে বিভাজন তৈরির চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নয়। এর আগেও তিনি করেছেন। নরেন্দ্র মোদী-অমিত শাহদের খাটো করে দেখাতে এর আগে এও বলেছেন, অরুণ জেটলি বা রাজনাথ সিংহের নেতৃত্বে জাতীয় সরকার হোক।
মঙ্গলবার সে কথা ফের পুনরাবৃত্তি করলেন মমতা। এ দিন কনস্টিটিউশন ক্লাবে এক আলোচনা সভায় মমতা বলেন, “আগেও বলেছি যে ওদের সবাই খারাপ নয়। ভাল লোকও আছে। সুষমাজি, রাজনাথজি ভাল। আসলে পট্যাটো আর পট্যাটো চিপস এক নয়।”
মমতার কথা শুনে এ দিন হাসির রোল ওঠে সভাঘরে।
তবে এ ব্যাপারে ঝাঁঝালো প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এ সব কথা শুনে প্রশ্ন জাগে ওনার লড়াইটা আসলে বিজেপি-র বিরুদ্ধে নাকি কয়েকজন নেতার বিরুদ্ধে। খারাপ তালিবান ভালো তালিবান হয় না। এখানে ব্যক্তি ভাল খারাপের ব্যাপার নয়। বিষয়টা আসলে তালিবানি তত্ত্বের। বিজেপি-ও একটি তত্ত্বের প্রবক্তা। তা অনুসরণ করেন সুষমা স্বরাজ, রাজনাথ সিংহরা। কংগ্রেসের লড়াইটা সেই তত্ত্ব ও মতাদর্শের বিরুদ্ধে। কিন্তু মমতার তা নয়।