Latest News

সাকেতের গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসা বললেন মমতা, অভিষেক বললেন, ভয় পেয়েছে

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারি (Saket Gokhale Arrest) নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজস্থানে দাঁড়িয়ে গুজরাত সরকারের সমালোচনা করে মমতা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই গ্রেফতার করা হয়েছে সাকেতকে। এদিকে সাকেতের গ্রেফতারি নিয়ে গর্জে উঠেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ভয় পেয়েই গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গুজরাতের মোরবি ব্রিজ বিপর্যয় নিয়ে টুইট করেছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। এর পরে সোমবার রাতে দিল্লি থেকে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে নামেন সাকেত। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ।

এই গ্রেফতারি নিয়ে রাজস্থানের পুষ্করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা সত্যিই খুবই দুঃখজনক। সাকেতের কোনও দোষ নেই। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছিল বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’ এখানেই থেমে থাকেননি মমতা। তিনি যোগ করেন, ‘আমার বিরুদ্ধে অনেকেই টুইট করে। অবশ্যই সাইবার ক্রাইমকে সবটা নজরে রাখতে হবে। যাতে কোনও টুইট দেশের শান্তি শৃঙ্খলাভঙ্গ না করে।’ ঘটনাচক্রে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে মমতার।

তবে সাকেতের টুইটের ক্ষেত্রে এমন কোনও বিষয় ছিল না বলেই মনে করছেন মমতা। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সাকেতকে গ্রেফতার করা হয়েছে। আমি ধিক্কার জানাই।’ তৃণমূলের মুখপাত্রের গ্রেফতারির পরেই টুইট করেন অভিষেকও। তিনি লেখেন, ‘শাসকের বিরুদ্ধে নির্ভীকভাবে রুখে দাঁড়িয়েছিলেন সাকেত। আর তাতেই ভয় পেয়েছে বিজেপি। পুলিশকে দিয়ে তাই গ্রেফতার করিয়েছে তাঁকে।’

‘ঢাকি-সমেত বিসর্জন দিয়ে দেব!’ ৪২ হাজারের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতির

You might also like