Latest News

Mamata Banerjee: ‘দেশকে লুঠ করছে মোদী সরকার!’ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল সকাল খবরে চোখ রেখে মাথায় হাত পড়েছে আমজনতার। রান্নার গ্যাসের (LPG Price Hike) দাম এক ধাক্কায় ফের বেড়ে গেছে ৫০ টাকা। কলকাতায় এখন সিলিন্ডার পিছু ১ হাজার ২৬ টাকা দিতে হবে রান্নার গ্যাসের জন্য। এই মূল্যবৃদ্ধি নিয়ে এবার সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: মোদী ম্যাজিক ভ্যানিশ? গ্যাসের দাম ঠিক কী কারণে বাড়ল?

শনিবার টুইট করে মমতা (Mamata Banerjee) ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। লিখেছেন, কেন্দ্র সরকারকে এখনই ভারতের মানুষকে যন্ত্রণা দেওয়া বন্ধ করতে হবে। বারবার পেট্রোল ডিজেলের মতো জ্বালানির দাম, এলপিজি সিলিন্ডারের দাম এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেশকে লুঠ করছে এই সরকার। দেশের মানুষকে বোকা বানানো হচ্ছে।

এখানেই শেষ হয়। সংবাদমাধ্যমকেও টুইটে এক হাত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। লিখেছেন, মিডিয়া এখন কিছুই দেখতে পাচ্ছে না। তাদের এভাবে চুপ করে থাকা দুঃখজনক।

You might also like