Latest News

মমতা দিল্লির সফরের মাঝেই চাদর চড়াতে যেতে পারেন আজমেঢ় শরিফে

দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত যদি নির্ঘণ্ট বদল না হয়, তা হলে এ বার দিল্লি (Delhi) সফরের মধ্যে এক ফাঁকে আজমেঢ় শরিফে (Ajmer Sharif) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজমেঢ় শরিফে গেলে কাছেই পুস্করেও যেতে পারেন তিনি।

কথায় বলে আজমেঢ় শরিফে খওয়াজা মইনুদ্দিন চিস্তির দরগা খুবই জাগ্রত। গত প্রায় ৮০০ বছর ধরে ওই দরগায় চাদর চড়ান হিন্দু-মুসলমান নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ। সেই সুফি ভাবাবেগকে গুরুত্ব দিয়ে আজমেঢ় শরিফের দরগায় রাজনীতিকরাও বিভিন্ন সময়ে চাদর চড়িয়েছেন। বিশেষ করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর নামে সেখানে প্রতি বছরই চাদর চড়ানো হয়। এ বার মমতাও যেতে পারেন সেখানে।

আজমেঢ় শরিফের অনতিদূরেই পুস্কর। স্থানীয় লোককথা বলে, গোটা পৃথিবীতে একমাত্র পুস্করেই রয়েছে ব্রহ্মার মন্দির। পুস্করের হ্রদের সামনে গিয়েও প্রার্থনা করেন পুণ্যার্থীরা। আজমেঢ় গেলে মমতা বন্দ্যোপাধ্যায় পুস্করেও ঘুরে আসতে পারেন বলে খবর।

ডিসেম্বরের ৫ তারিখ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দিল্লিতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-২০ রাষ্ট্রগোষ্ঠীতে এ বার নেতৃত্ব দেবে ভারত। সে বিষয়েই মূলত আলোচনা হবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে। ওই বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক ভাবে দেখা করার জন্য ইতিমধ্যে সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, ৬ তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে পরদিন ৭ তারিখ আজমেঢ় যেতে পারেন মুখ্যমন্ত্রী। তার পর সেখান থেকে তিনি তার পরের দিন ৮ তারিখ দিল্লিতে ফিরে সংসদ ভবনে যেতে পারেন। সংসদের শীতকালীন অধিবেশন তখন চলবে। সাধারণত সংসদের অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী একবার সেখানে যান। এই সফরেই তা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যগুলির চাপ, গ্রামে বরাদ্দ বাড়াতে চলেছে মোদী সরকার

You might also like