
জঙ্গি নিশানায় অ-কাশ্মীরীরা, ৩৭০ প্রত্যাহারের পর শনিবার প্রথম কাশ্মীরে অমিত শাহ
এদিন সকালেই জানা গিয়েছিল সামনের সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা। আগামী ২৫ অক্টোবর পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে দুদিন প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। সূত্রের খবর, পাহাড় থেকে ফিরেই গোয়ামুখী হবেন মমতা।
গোয়ার রাজনীতিতে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অনুপ্রবেশ ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নানা সভা থেকে আওয়াজ তুলেছেন ‘গোয়াতেও খেলা হবে’। কিছুদিন আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও কলকাতায় এসে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। ধীরে ধীরে আরব সাগরের তীরের এই ছোট্ট রাজ্যেও তৃণমূল সংগঠন দৃঢ় করছে।
সূত্র মারফত জানা গেছে, রাজ্য সরকার যে বিমান ভাড়া নিয়েছিল তাতেই গোয়া যাবেন মুখ্যমন্ত্রী।