Latest News

দিদিকে উলের উপহার, গলায় তৃণমূল কাঁধে ‘স্বস্তি’

দ্য ওয়াল ব্যুরো: শীত এসে গেছে। আবহাওয়ার ভাবগতিকের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতার পারদ যেমন নামছে তেমনই শহর জুড়ে ডিসেম্বরের মাঝামাঝি ছড়িয়েছে ভোটের উত্তাপ। কলকাতা পুরসভার ভোট আসন্ন, তার আগে জমিয়ে প্রচার করছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেহালার জনসভায় পুরভোটের প্রচার করতে গিয়ে তিনি অভিনব উপহার পেলেন। ভরা জনসভাতেই গলায় জড়িয়ে নিলেন উলের উত্তরীয়।

বেহালার জনসভার শেষ দিকে দর্শকদের মধ্যে থেকে জনৈক সমর্থক এদিন হঠাৎই এগিয়ে যান মঞ্চের দিকে। মুখ্যমন্ত্রী তখন ভাষণ শেষ করছিলেন, সকলকে শুভকামনা জানাচ্ছিলেন। মমতার জন্য সেই সমর্থকের কাছে ছিল দুটি উলে বোনা উত্তরীয়। এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী।

নিরাপত্তারক্ষীরা অবশ্য ওই সমর্থককে প্রথমে উপহার নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতে বাধা দেন। কিন্তু তা নজর এড়ায়নি দিদির। তিনি ভাষণ থামিয়ে বলে ওঠেন, ওটা আমায় দাও, উনি বাড়ি থেকে নিয়ে এসেছেন। ওখানে রেখো না। নিজে গিয়ে উপহার নিয়ে আসেন মমতা।

একটি উত্তরীয়তে বোনা ছিল তৃণমূল কংগ্রেসের জোড়াফুল। আর একটি ছিল সাদা। তাতে নীল রঙে বোনা ছিল স্বস্তিক চিহ্ন। উপহার হাতে নিয়ে মমতা বলেন কী সুন্দর করেছে। এটা ক্রুশ দিয়ে বোনা। আমি উল বুনতে ভালবাসতাম। আগে খুব সোয়েটার বানাতাম। এখন আর সময় হয় না। এগুলো মাঝে মাঝে শীতকালে পরা যাবে।

এরপরই তৃণমূলের চিহ্ন আঁকা উত্তরীয়টি গলায় পরে নেন মুখ্যমন্ত্রী। নীল-সাদা উত্তরীয়টি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন। বলেন, এতে স্বস্তিক আছে। তৃণমূল কংগ্রেস স্বস্তিতে থাকুক। এটা আমার কাঁধে থাকুক। বলে স্বস্তিক চিহ্নের উত্তরীয় কাঁধে তুলে নেন তিনি। সভায় উপস্থিত জনতা মুখ্যমন্ত্রীর এই আচরণে আপ্লুত হয়ে পড়ে।

You might also like