Latest News

বিশ্বভারতীর উপাচার্য মাছির মতো ভ্যানভ্যান করে: অমর্ত্যর বাড়িতে বসে মমতা

দ্য ওয়াল ব্যুরো: অমর্ত্য সেনের (Amartya Sen) সামনে বসে বিশ্বভারতীর উপাচার্য সম্পর্কে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এইরকম একটি বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য (VC) হওয়ার উপযুক্ত কি না সেই প্রশ্নও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা অমর্ত্য সেনকে বলেন, ‘আপনার সম্পর্কে যা যা বলা হচ্ছে তাতে বাংলার মানুষ খুশি নয়। আপনি একদম মানসিকভাবে ভেঙে পড়বেন না।’

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম বলেননি মমতা। কিন্তু অমর্ত্যবাবুর বাড়ি প্রতীচীর বারান্দায় বসে তিনি বলেন, ‘উনি কি বিশ্বভারতীর উপাচার্য হওয়ার উপযুক্ত? আমরা কি ওঁর কেসটা বলি? বলি না তো!’ এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থিনীতিবিদের সামনে বসেই আধিকারিকদের উদ্দেশে বলেন, ‘আসলে গৈরিকীকরণ করতে গিয়ে খালি মাছির মতো ভ্যান ভ্যান করছেন। আর রোজ কোর্টে চলে যাচ্ছেন।’

অমর্ত্য সেনের জেড প্লাস নিরাপত্তা! প্রতীচীতে বসবে পুলিশ ক্যাম্পও, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাম্প্রতিক সময়ে অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্ক তুলে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একাধিক চোখা চোখা মন্তব্য করেছিলেন। তিনি এও বলেছেন, অমর্ত্য সেন আসলে নোবেল পাননি। সমতুল একটা পুরস্কার পেয়েছিলেন।

বিশ্বভারতীর উপাচার্য হওয়ার পর থেকেই বিদ্যুৎ চক্রবর্তী বিতর্কের কেন্দ্রে রয়েছেন। অনেকের অভিযোগ, রবীন্দ্রনাথের হাতে গড়া প্রতিষ্ঠানকে তিনি আরএসএসের দফতর বানাতে চাইছেন। যেহেতু অমর্ত্য সেন সঙ্ঘ পরিবার তথা বিজেপির সমর্থক নন সেহেতু তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তা ছাড়া শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব অমর্ত্য সেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে যখন তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল তখনও তিনি বলেছিলেন, শিক্ষাঙ্গনে গেরুয়া বিষ ছড়াতেই এই পদক্ষেপ করা হল। এদিন তাঁর সামনে বসেই গৈরিকীকরণে বিদ্যুৎ চক্রবর্তীর ভূমিকা সরব হলেন মমতা।

এদিন অমর্ত্য সেনের হাতে রাজ্য সরকারের সমীক্ষা করা জমির রেকর্ড তুলে দেন মমতা। তারপর সরাসরি বলেন, বিশ্বভারতী মিথ্যে কথা বলছে। অমর্ত্যবাবু যা বলেছেন সেটাই রয়েছে রাজ্য সরকারের ল্যান্ড রেকর্ডে। সেইসঙ্গে ওখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বভারতীর বিরুদ্ধে আইনি কী পদক্ষেপ করা যায় তা জেলা সফর থেকে ফিরে তিনি দেখবেন।  

You might also like