Latest News

সেই সিপিএম আর সেই কংগ্রেস নেই, ত্রিপুরায় মমতার নিশানায় দলবদলুরাও

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় (Tripura) জোট করেছে সিপিএম-কংগ্রেস। মঙ্গলবার আগরতলার সভায় দাঁড়িয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেস তো বটেই, সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিশানা করলেন দলবদলুদেরও।

এদিন মমতা নিজের কংগ্রেস করার সময়ের কথা বলেন। কীভাবে প্রয়াত সন্তোষমোহন দেব, মনোরঞ্জন ভক্তর সঙ্গে এসে তিনি ত্রিপুরায় কাজ করতেন সেসব উল্লেখ করেন জনসভায়। সেইসঙ্গে এও বলেন, ত্রিপুরার সিপিএম সরকারের প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর সঙ্গেও তিনি দেখা করেছিলেন।

দিদি এদিন বলেন, ‘নৃপেন বাবু আমায় একবার ডেকেছিলেন। আমি যেতেই আমায় বললেন, তুমি কিছু কও। আম বললাম আপনি বলুন। তখন তিনি কবিতার লাইন বললেন, আমি জবাবে তাঁকে গান শুনিয়েছিলাম।’

এরপরেই মমতা বলেন, ‘সেই সিপিএম আর সেই কংগ্রেস আর নেই। সুতরাং বিজেপিকে যদি কেউ হারাতে পারে, তাহলে সেটা তৃণমূল কংগ্রেসই পারবে।’

এদিন নাম না করে সুদীপ রায় বর্মনদের দলবদল করা নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা। দিদি বলেন, ‘এখানে কিছু দলবদলু রয়েছে। যারা চার বছর অন্তর দল পালটায় শুধু ক্ষমতায় থাকবে বলে।’ অনেকের মতে নাম না করলেও দিদি বুঝিয়ে দিয়েছেন নিশানা কাদের দিকে।

২০১৩ সালে ত্রিপুরার ভোটের কয়েক বছর পর বিরোধী দল কংগ্রেসের অধিকাংশ বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন। সুদীপ রায় বর্মনের নেতৃত্বে ত্রিপুরায় বিরোধী দল হয়ে উঠেছিল তৃণমূল। সেই সময়ে আগরতলায় দৌড়ঝাঁপ করে গোটাটার আকার দিয়েছিলেন মুকুল রায়। কিন্তু ২০১৮ সালের ভোটের আগে সেই সুদীপরাই যোগ দেন বিজেপিতে। আবার বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে সুদীপ এখন কংগ্রেসে। এদিন মমতা সেটাকেই নিশানা করেন।

পাল্টা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, ‘আমিও দেখছিলেন বাংলার মুখ্যমন্ত্রী এসে আগরতলায় দাঁড়িয়ে দলবদল, ইডিওলজি নিয়ে কথা বলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় খেয়াল ছিল না পিছনে রাজীব বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন।’

৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় তৃণমূল প্রার্থী দিয়েছে ২৮টি আসনে। ইতিমধ্যেই ত্রিপুরার ভোটের ইস্তেহার প্রকাশ করেছে তারা। এদিন মমতাও বলেন, ত্রিপুরায় তৃণমূল সরকারে এলে বাংলার মডেলেই লক্ষ্মীর ভাণ্ডাড়, স্বাস্থ্যসাথী, স্টুডেন্সট ক্রেডিট কার্ড দেওয়া হবে।

উত্তরীয় পরা মানে দলবদল নয়, সুমন কাঞ্জিলাল প্রশ্নে বুঝিয়ে দিলেন স্পিকার

You might also like