Latest News

১০ জনপথে যেতে চাইলেন খাড়্গে, সময় দিলেন না সনিয়া, তারপর কী হল

দ্য ওয়াল ব্যুরো: ১০ জনপথে গিয়ে দেখা করতে চাইলেন ১০ হাজারি মার্গের বাসিন্দা। কিন্তু সাড়া এল না ১০ জনপথ থেকে। তারপর কী হল?

দিল্লির ১০ জনপথ হল কংগ্রেসের বিদায়ী সভাপতি সনিয়া গান্ধীর (Sonia Gandhi) বাড়ি। ১৯৮৯- এর লোকসভা ভোটে হেরে যাওয়ার পর তৎকালীন কংগ্রেস সভাপতি তথা বিরোধী দলনেতা রাজীব গান্ধীর জন্য বরাদ্দ হয় লুটিয়েন্স দিল্লির ওই বাংলো। সেই থেকে সনিয়া সেই বাংলোর বাসিন্দা।

বুধবার কংগ্রেস সভাপতি (new Congress President) পদে নির্বাচিত মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) থাকেন দিল্লির আর এক প্রান্তে অবস্থিত ১০ হাজারি মার্গে। সভাপতি পদে ফল ঘোষণার পর শুভেচ্ছা গ্রহণের ফাঁকে তিনি ১০ জনপথে বার্তা পাঠান, এখুনি ম্যাডামের সঙ্গে দেখা করতে চান।

Image - ১০ জনপথে যেতে চাইলেন খাড়্গে, সময় দিলেন না সনিয়া, তারপর কী হল

সনিয়া এখনও কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি। তাছাড়া, স্বাধীনতার পর অগান্ধী সভাপতিরা প্রায় সকলেই পদে বসার আগে প্রথমেই গান্ধী পরিবারের শুভেচ্ছা নিতে ছুটেছেন। সেই কথা মাথায় রেখে সময় চান খাড়্গে। কারণ সনিয়ার বাড়িতে আগাম না জানিয়ে যাওয়া সম্ভব নয়। নিরাপত্তার বিধি নিষেধ আছে। তাছাড়া, সনিয়ার চিকিৎসা সংক্রান্ত কিছু নিয়মকানুন মানতে হয়।

আজ সময় পাওয়া যাবে না বুঝে বিকালে বাড়ি চলে যান খাড়্গে। এর খানিক পরেই নব নির্বাচিত কংগ্রেস সভাপতির বাড়িতে হাজির হন সনিয়া। সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়াঙ্কাও। রীতিমত চমকে দেন খাড়্গে দম্পতিকে।
পুষ্প স্তবক দিয়ে নতুন সভাপতিকে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী এবং বিদায়ী সভাপতি। খাড়্গের স্ত্রী রাধা বাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্পগুজব করেন সনিয়া ও প্রিয়াঙ্কা।

Image - ১০ জনপথে যেতে চাইলেন খাড়্গে, সময় দিলেন না সনিয়া, তারপর কী হল

সনিয়ার এই সৌজন্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কংগ্রেস মহলে। দলের বক্তব্য, এটাই গান্ধী পরিবারের সৌজন্যবোধ ও উদারতা। নির্বাচিত সভাপতির বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে তাঁকে বিশেষভাবে সম্মানিত করেছেন সনিয়া।

এদিনই অন্ধ্রপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত রাহুল গান্ধী নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এখন দলে আমার ভূমিকা কী হবে, সেটা ঠিক করবেন খাড়্গেজি।

কংগ্রেসের অন্দরমহলের বক্তব্য, সনিয়ার সিদ্ধান্ত, রাহুলের মন্তব্য নিছকই সৌজন্য নয়। আসলে, খাড়্গে সভাপতি পদে নির্বাচিত হওয়ার দিনই গান্ধী পরিবার বার্তা দিল তাঁদের বিরুদ্ধে দলকে রিমোট কন্ট্রোলের যে অভিযোগ করা হয় তা ভিত্তিহীন।

খাড়্গের বাড়িতে সনিয়ার যাওয়ার মতো নজির আর একটাই আছে। কয়লা কেলেঙ্কারির তদন্তে সিবিআই মনমোহন সিং’কে নোটিস ধরালে সনিয়া ছুটে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে। মনমোহনের বাড়ির গেট থেকে শুরু করেছিলেন প্রতিবাদী মিছিল।

রাস্তায় না বসে আদালতে যান, টেট আন্দোলনকারীদের দাবি উড়িয়ে বললেন শিক্ষামন্ত্রী

You might also like