Latest News

মালদহে স্কুলের দেওয়ার ভেঙে পড়ে মৃত এক ছাত্র! আহত আরও এক

দ্য ওয়াল ব্যুরো: সরকারি স্কুলের শৌচাগারের দেওয়াল ভেঙে (Wall Collapsed) মৃত্যু হল এক ছাত্রের! মালদহের মোথাবাড়ি এলাকার বাঙ্গিটোলা হাইস্কুলের (Maldah School) এই ঘটনায় তীব্র আলোড়ন পড়ে গেছে এলাকায়। মৃত ওই ছাত্র একাদশ শ্রেণিতে পড়ত বলে জানা গেছে।

এদিনের দুর্ঘটনায় দেওয়াল ভেঙে প্রথমে গুরুতর আহত হয় একাদশ শ্রেণির দুই ছাত্র জিসান শেখ ও জিসান মোমিন। দু’জনেরই বয়স ১৭। তাদের বাড়ি বাঙ্গিটোলা ফিল্ড এলাকায় এবং জোতঅনন্তপুর এলাকায়।

ঘটনার পরে স্কুলের অন্য ছাত্ররাই তাদের ধরাধরি করে তোলে। তার পরে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় বাঙ্গিটোলা হাসপাতালে। সেখানে দু’জনেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন বিকেল চারটে নাগাদ চিকিৎসক তাদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এর পরেই মালদহ হাসপাতালে জিসান শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জিসান মোমিন।

মেডিক্যাল কলেজে ছুটে আসেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ক্ষিপ্ত হয়ে উঠেছেন স্থানীয় গ্রামবাসীরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে মৃত ও আহতের পরিবার।

ডেঙ্গি প্রাণঘাতী বাংলাদেশে, নতুন নতুন লক্ষণ দেখা দিচ্ছে, একের পর এক মৃত্যু হচ্ছে শিশুর

You might also like